গাজীপুরের টিউলিপ ফুল রপ্তানিযোগ্য : থিজ উডস্ট্রা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
থিজ উডস্ট্রা
গাজীপুরের টিউলিপ ফুল রপ্তানিযোগ্য বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন থিজ উডস্ট্রা।
শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাজীপুরের শ্রীপুর কেওয়া এলাকার দেলোয়ার হোসেনের মৌমিতা ফ্লাওয়ার্সের টিউলিপ বাগান পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।
থিজ উডস্ট্রা বলেন, এটি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এটি ভিয়েতনাম, চায়না, থাইল্যান্ডসহ প্রতিবেশী দেশে রপ্তানি করা যায়।
বাংলাদেশে টিউলিপের উদ্যোক্তা দেলোয়ার হোসেন বলেন, ‘থিজ উডস্ট্রা আগেই জানতেন আমি চার বছর ধরে টিউলিপ ফুলের চাষ করছি। মূলত ফুলের ফলন দেখতে এবং এ বিষয়ে খোঁজখবর নিতে তিনি বাগান পরিদর্শন করেছেন। বাগান সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান দেলোয়ার হোসেন।
এ সময় বাগানের দর্শনার্থী ও সরকারের বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের উপস্থিতি দেখে খুশি হন থিজ উডস্ট্রা।
রফিক/বকুল