ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

গাড়ি উপহার নিতে হবিগঞ্জে শিক্ষকের বাড়িতে হিরো আলম

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ৭ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৫:১২, ৭ ফেব্রুয়ারি ২০২৩
গাড়ি উপহার নিতে হবিগঞ্জে শিক্ষকের বাড়িতে হিরো আলম

গাড়ি উপহারের ঘোষণা দেওয়া শিক্ষকের বাড়িতে গিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২ টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে শিক্ষক এম মুখলেছুর রহমানের বাড়িতে পৌঁছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই দুই ব্যক্তির উপহার দেওয়া-নেওয়ার ঘটনা দেখতে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেছেন।

আরো পড়ুন:

এম মুখলিছুর রহমান চুনারুঘাটের আব্দুল জব্বার একাডেমি অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ। হিরো আলম সংসদ সদস্য পদে নির্বাচনে দাঁড়িয়ে যে চ্যালেঞ্জ নিয়েছেন, তা মোকাবিলার জন্য তাকে নিজের গাড়িটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। আগের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার গাড়িটি উপহার দেওয়া-নেওয়ার কথা।

ওই শিক্ষকদের বাড়িতে আসা লোকজনের মধ্যে একজন পেশাজীবী সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘হিরো আলম এবং এম মুখলেছুর রহমান দুজনই সোশ্যাল মিডিয়ায় আলোচিত। তাদের উপহার দেওয়া-নেওয়ার ঘটনা দেখতে এখানে এসেছি।’

মামুন/টিপু

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়