কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। ৫ ফুট দৈর্ঘ্যর ডলফিনটির উপরিভাগের একাংশের চামড়া উঠে গেছে এবং মাথার অংশে জালে আটকানোর ক্ষত রয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পশ্চিমে তিন নদীর মোহনা এলাকায় ডলফিনটিকে প্রথমে স্থানীয়রা দেখতে পায়।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি সূত্রে জানা যায়, দুপুরের জোয়ারে তীরবর্তী এলাকায় ডলফিনটি ভেসে আসে। ৫ ফুট দৈর্ঘ্যর ডলফিনটির মাথার অংশে জালে আটকানোর ক্ষত হয়েছে।
ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘মৃত ডলফিনটি ইরাবতী প্রজাতির। সমুদ্রে ভেসে থাকা ছেঁড়া ফাটা জাল, প্লাস্টিক এবং সামুদ্রিক পরিবেশ বিনষ্ট হওয়ার কারণে এই প্রজাতির ডলফিনের মৃত্যু হয়।’
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘ডলফিনটি কি কারণে মারা গেছে তা এখনো স্পষ্ট নয়। ২০২২ সাল থেকে এ পর্যন্ত ২০টি মৃত ডলফিন ভেসে এসেছে।’
মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা টিম পাঠিয়ে নিরাপদ স্থানে মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছি।’
ইমরান/কেআই