ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

শিক্ষার্থীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৩  
শিক্ষার্থীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

রুবেল হোসেন

যশোরে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর ভিডিও ধারণ এবং তা প্রচারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে রুবেল হোসেন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পিবিআই।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আসামিকে গ্রেপ্তার করা হয়। এরপরই যশোর কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর বাবা।

পিবিআই থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

আরো পড়ুন:

গ্রেপ্তার রুবেল যশোরের বেনাপোল পোর্টথানার পোড়াবাড়ি গ্রামের ফারুক হোসেনের ছেলে। 

মামলার অপর আসামি নড়াইল জেলা সদরের চামরুল গ্রামের সজিবের স্ত্রী কামরুন্নাহার (৪৬)। বর্তমানে যশোর শহরের চারখাম্বা মোড়ের জনৈক লাবনীর বাড়ির ভাড়াটিয়া তিনি।

ভুক্তভোগী কলেজ শিক্ষার্থীর বাবা বলেন, ২০২১ সালের এপ্রিল মাস থেকে তার মেয়ে যশোর শহরের একটি মেসে থেকে কলেজে লেখাপাড়া করতেন। মেস থেকে কোচিং সেন্টারে যাওয়া আসার পথে ২০২১ সালের জুন মাসে আসামি রুবেলের সঙ্গে তার পরিচয় হয়। আসামি রুবেলে নিজেকে পুলিশের এএসআই পরিচয় দেন। রুবেল নিজেকে অবিবাহিত বলে কলেজ মেয়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। রুবেল আসামি কামরুন্নাহারকে নিজের বোন পরিচয় দেন। ২০২১ সালের ৩ আগস্ট সকালে রুবেল তার মেয়েকে  কামরুন্নাহারের ভাড়া বাড়িতে বেড়াতে নিয়ে যান। সেখানে রুবেল তার মেয়েকে ধর্ষণ করেন। একই সঙ্গে ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। 

যশোর কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়