ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের দুটি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৩  
লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের দুটি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে কোস্ট গার্ড স্টেশনের নবনির্মিত দুটি ভবন ভার্চুয়ালী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়।

এসময় লক্ষ্মীপুর প্রান্তে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. সাহেদ সাত্তার, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সিভিল সার্জন ডা. আহমেদ কবির, এলজিইডি নির্বাহী প্রকৌশলী শাহ আলম প্রমুখ।

পরে কেক কেটে, বেলুন  ও পায়রা উড়িয়ে কোস্ট গার্ডের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীও উদযাপন করা হয়।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট এলাকায় ৫ একর ২ শতক জমির ওপর ৩৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশনের প্রশাসনিক ভবন ও নাবিক নিবাস নির্মাণ করা হয়েছে।

জাহাঙ্গীর লিটন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়