ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৩  
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে শুরু হচ্ছে মাসব্যাপী ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। ওই দিন বিকেল ৩টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের মেলা ৎউদ্বোধন করার কথা রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের বিস্তারিত তুলে ধরেন মেলা কমিটির চেয়ারম্যান এ. কে. এম. আকতার হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অন্যতম প্রাচীন ও শতবর্ষী বাণিজ্য সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কাজ করছে। চেম্বারের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি চট্টগ্রাম পলোগ্রাউন্ডে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এসএমই মেলা ও আইটি মেলা নিয়মিত আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এবারও মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে মেলা শুরু হবে।  

মেলায় অন্য বছরগুলোর ন্যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পণ্য প্রদর্শন করবেন। বিভিন্ন প্যাভিলিয়ন সাজিয়ে প্রতিষ্ঠিত গ্রুপও তাদের পণ্য প্রচার ও বিক্রয়ের জন্য উন্মুক্ত রাখবেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম রেলওয়ের পলোগ্রাউন্ডে প্রায় ৪ লাখ বর্গফুট জায়গা নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রবেশের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। নগরীর বিভিন্ন স্কুলের প্লে থেকে ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে টিকেটের ব্যবস্থা করা হয়েছে যা মাসজুড়ে পুরো মেলায় ব্যবহার করা যাবে।

মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় ২০ টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬ টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টলসহ তিনটি আলাদা জোন নিয়ে মোট ৪০০টি স্টলে ৩০০ এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

এবারের মেলায় নিজস্ব পণ্য নিয়ে অংশগ্রহণকারী দেশ ভারত, থাইল্যান্ড ও ইরান। তারা বিভিন্ন স্টলের মাধ্যমে নিজেদের পণ্য প্রদর্শন করবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্র, সন্ধানী, র্যাড (রাইট একশন ফর ডিজএবিলিটি), চট্টগ্রাম বধির ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা এবং ইলেক্ট্রিশিয়ান কল্যাণ সমিতিকে বিনামূল্যে একটি করে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অঞ্জন শেখর দাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

রেজাউল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়