ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আশ্রয়ণের রড চুরি, সাবেক চেয়ারম্যানসহ মামলার আসামি ৩

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১০:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২৩
আশ্রয়ণের রড চুরি, সাবেক চেয়ারম্যানসহ মামলার আসামি ৩

আশ্রয়ণ প্রকল্প থেকে রড চুরির অভিযোগে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও তার ছেলেসহ তিন জনের নামে মামলা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানায় এ মামলা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী শাওন হাসনাত।

মামলার আসামিরা হলেন নূরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. মুখলেছ মিয়া, তার ছেলে তানজীম মিয়া ও হৃদয় মিয়া। 

আরো পড়ুন:

মামলার এজাহার থেকে জানা গেছে, গত শনিবার রাতে নূরপুর ইউনিয়নে নির্মাণাধীন সুরাবই আশ্রয়ণ প্রকল্প থেকে ৮৫ কেজি রড চুরি হয়। গতকাল রোববার বিকেলে মুখলিছ মিয়ার বাড়ি থেকে চুরি যাওয়া রড উদ্ধার হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামুন চৌধুরী/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়