ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, ২ শিশু গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ২২ ফেব্রুয়ারি ২০২৩  
রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, ২ শিশু গুলিবিদ্ধ

ফাইল ফটো

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পের ৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ রোহিঙ্গা শিশুরা হলো- ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) ও আব্দুল ফয়েজের ছেলে আবুল ফয়েজ (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই গ্রুপের মধ্যে প্রায় ১৫ রাউন্ড গুলি বিনিময় হয়। ওই সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়। বর্তমানে ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে, উম্মে হাফসার কোমরের উপরে পিছন পাশে এবং আবুল ফয়েজ এর ডান পায়ে গুলি লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

তারেকুর/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়