ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বাণিজ্য মেলায় দৃষ্টি কাড়ছে কোটি টাকার ‘পরী খাট’

রেজাউল করিম, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২৩  
চট্টগ্রাম বাণিজ্য মেলায় দৃষ্টি কাড়ছে কোটি টাকার ‘পরী খাট’

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চলমান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে কোটি টাকা মূল্যের বিছানা বা পালঙ্ক। ৩ বছর ২ মাস ধরে রাজকীয় কারুকাজ ও পরীর অবয়ব দিয়ে তৈরি করা এই খাটটির নাম রাখা হয়েছে ‘পরী খাট।’ 

স্থানীয় ভাষায় পরীর পালঙ্ক নামের এই বিলাস বহুল খাটের প্রস্তুতকারক খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা নুরুন্নবী। কোটি টাকা দাম চাওয়া হলেও ক্রেতার পছন্দ হলে কোনো লাভ ছাড়াই খাটটি বিক্রি করে দেবেন বলে জানিয়েছেন তিনি। 

চট্টগ্রাম বানিজ্য মেলায় আসা খাটটি এখনো বিক্রি না হলেও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে রয়েছে এটি। দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ১০ টাকা টিকিটের বিনিময়ে খাটটি দেখার সুযোগ পাচ্ছেন। 

চট্টগ্রাম বাণিজ্য মেলায় বড় দুটি স্টল ভাড়া নিয়ে ‘পরী খাট’ প্রদর্শন করেছেন নুরুন্নবী। পেশায় একজন পল্লী চিকিৎসক নুরুন্নবী নিজস্ব চিন্তাশক্তি দিয়ে ‘পরীর খাট’ (পরীর পালঙ্ক) কারিগর দিয়ে তৈরি করিয়েছেন বলে দাবি করছেন। 

নুরুন্নবী রাইজিংবিডিকে বলেন, ‘খাটটি তৈরি করতে সময় লেগেছে ৩ বছর ২ মাস। নিজের ডিজাইনে চারপাশে পরীর স্ট্যাচু দিয়ে সেগুন কাঠের এই খাটটি কারিগর দিয়ে তৈরি করিয়েছি। খাটটিতে রাজকীয় কারুকাজ রয়েছে। এই খাটে রয়েছে ছোট-বড় ১৬টি পরীর অবায়ব।এছাড়াও চারটি প্রজাপতি, চারটি চাঁদ, ছয়টি সূর্যের অবয়ব রয়েছে খাটে। এই খাট তৈরিতে ব্যবহার করা হয়েছে পার্বত্য খাগড়াছড়ির বিখ্যাত ৮৫ ঘনফুট পরিপক্ষ বারহীন ফাইবার সেগুন কাঠ। খাট তৈরি শেষে এটি ফিনিশিং ও পলিশ করতে সময় লেগেছে প্রায় দেড় মাস।’ 

নুরুন্নবী বলেন, ‘পরী খাট তৈরিতে মূলতো খরচ হয়েছে ৪০ লাখ টাকা। কিন্তু এই খাট ঢাকা ও চট্টগ্রামের বাণিজ্য মেলায় প্রদর্শন, আনা নেওয়া ও অন্যান্য খরচসহ সর্বমোট ব্যয় হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। এই খাট বিক্রির জন্যই চট্টগ্রাম বাণিজ্য মেলায় আনা হয়েছে। প্রাথমিকভাবে দাম চাওয়া হচ্ছে ১ কোটি টাকা। তবে ক্রেতার পছন্দ হলে লাভ না হলেও খাটটি বিক্রি করে দেবো।’ 

চট্টগ্রামে বাণিজ্য মেলায় ১৫৪ ও ১৫৫ নম্বর স্টলে কোটি টাকার খাটটি প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে। তবে খাটটি দেখতে হলে দর্শনার্থীদের ১০ টাকা টিকিট কেটে স্টলে প্রবেশ করতে হচ্ছে। 

রেজাউল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়