রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৬ সদস্য আটক
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় ৬ সদস্যদের আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আরব (২৪), ইউনুছ (৩৩), মোহাম্মদ নূরু (৩১), হারুন (২৮) হাফিজুল আমিন (২৫), মীর কাশেম ওরফে হামিদ হোসেন (২২)।
সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উখিয়া ১৮নং রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে এমন খবরে র্যাব-১৫ ও ৮ এপিবিএন এর যৌথ আভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাব ও এপিবিএন এর উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সক্রিয় ৬ সদস্যকে আটক করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে অবৈধ দেশীয় অস্ত্র-গুলি দিয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন সুবিধাদি আদায়ের লক্ষে তাছাড়াও সন্ত্রাসী কার্যক্রম করার জন্য ওই স্থানে অবস্থান করছিলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তারেকুর/টিপু