ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার দক্ষিণ উজানিসার বাসস্ট্যান্ড জামে মসজিদের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালীর সোনাইমুরি পতিশ গ্রামের মো. ফিরোজ মিয়া (৩৪), মোহন মিয়া (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মরা পুকুর পাড়ের মো. সাজ্জাদ হোসেন (৩০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
রুবেল/কেআই