শিবচরে গৃহবধূর মুখবাঁধা লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুর জেলার শিবচরে আকলিমা বেগম (৩০) নামের এক গৃহবধূর মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) ভোরে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা এলাকায় নিজ ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘরে তার ৮ বছর বয়সী মেয়ে ছিলো। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় শ্বাসরোধ করে তাকে হত্যা করে দূর্বৃত্তরা।
নিহত আকলিমা ওই এলাকার সৌদি প্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকলিমা বেগম ও তার মেয়ে সাদিয়া রাতে নিজ ঘরে একসঙ্গে ঘুমিয়ে ছিলো। ভোরে ঘরের ভেতর অন্য বিছানায় মুখ বাঁধা অবস্থায় মায়ের লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে মৃত অবস্থায় গৃহবধূর মরদেহ বিছানার উপর পরে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ভাগ্নি আনিলা আক্তার বলেন, আমার মামীর লাশ বিছানায় মুখ থুবড়ে পড়ে ছিলো। মুখ বাঁধা। একটি চাদর দিয়ে শরীর ঢেকে রাখা অবস্থায় ছিলো। দুর্বৃত্তরা হত্যা করে ঘরের অন্য দরজা বাইরে থেকে আটকে রেখে যায়। মামীর স্বর্ণের চেইন এবং ২০ হাজার টাকা ছিলো ঘরে। সেগুলোও নিয়ে যায়।
এদিকে হত্যার আগে গৃহবধূ ধর্ষণের শিকার হতে পারেন বলে স্থানীয় অনেকে ধারণা করছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। দ্রুতই দোষীদের গ্রেপ্তারে সক্ষম হবো বলে আশা করছি।
বেলাল/টিপু