অসুস্থ শিশুকে হাসপাতালে রেখে উধাও মা-বাবা
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জামালপুর জেনারেল হাসপাতালে ২৭ দিন বয়সী এক মেয়ে শিশুকে চিকিৎসা করাতে এসে তাকে রেখেই চলে গেছেন বাবা-মা। গত বুধবার বিকেল ৫টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের চতুর্থ তলার বারান্দায় এক নারীর কাছে ওই শিশুকে রেখে যান তারা।
ঘটনাটি বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাতে জানাজানি হয়।
এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৫ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ২৭ দিনের অসুস্থ মেয়ে শিশুকে ভর্তি করেন এক দম্পতি। ভর্তির সময় হাসপাতালে শিশুটির নাম নিশি বলে উল্লেখ করা হয়। শিশু নিশি জেলার মাদারগঞ্জ উপজেলার পাটাদহ ইউনিয়নের কয়রা গ্রামের রকিব ও রোকসানা দম্পতির সন্তান বলেও উল্লেখ করা হয় হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি ওজনে কম এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়। একদিন চিকিৎসার পর শিশুটির মা হাসপাতালের চতুর্থ তলার বারান্দায় এক নারীর কাছে নিশিকে রেখে হাসপাতালের নিচতলায় যাওয়ার কথা বলেন। পরে শিশুটিকে যে নারীর কাছে রেখে যাওয়া হয় ওই নারী হাসপাতালের নার্সদের ঘটনাটি জানান। পরে নার্সরা শিশুটিকে আবার ওয়ার্ডে নিয়ে চিকিৎসা শুরু করেন। এই ঘটনার দুই দিন পার হলেও শিশুটির মা-বাবা আর হাসপাতালে খোঁজ নিতে আসেননি।
জামালপুর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাফিয়া সুলতানা বলেন, শিশুটিকে হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে এসেছিলেন এক দম্পতি। একদিন চিকিৎসার পর এক নারীর কাছে রেখে চলে যান শিশুটির মা-বাবা। শিশুটির চিকিৎসা চলছে।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাত আরা মিলি বলেন, শিশুটির ওজন কম। শ্বাসকষ্ট নিয়ে তাকে ভর্তি করা হয়। এই ঘটনাটি হাসপাতালের সহকারী পরিচালককে জানানো হয়েছে।
সেলিম/ মাসুদ