ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘মামলার জট সরাতে ৫ হাজার জুডিশিয়াল অফিসার লাগবে’

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৪ মার্চ ২০২৩   আপডেট: ১২:৩৫, ৪ মার্চ ২০২৩
‘মামলার জট সরাতে ৫ হাজার জুডিশিয়াল অফিসার লাগবে’

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ফাইল ফটো

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আদালতে মামলার জট সরাতে ৫ হাজার জুডিশিয়াল অফিসার দরকার। এছাড়া বিচারকদের পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছি। যতদূর জানি আগের তুলনায় চুয়াডাঙ্গাতে মামলা নিষ্পত্তির হার বেড়েছে।’ 

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা আদালত চত্বরের পূর্বদিকে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ নামের বিশ্রামাগার নির্মাণপূর্বক নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা। এই কারণে দেশের সব আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামের স্থান করা হচ্ছে। এ কাজে প্রধানমন্ত্রী ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।’ 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘গত সুপ্রিম কোর্ট দিবসে রাষ্ট্রপতি ও প্রধামন্ত্রীকে দেশের আদালতগুলোর মামলা জট নিরসনে ৫ হাজার জুডিশিয়াল অফিসার নিয়োগের কথা বলা হয়েছে। এছাড়া বিচারকদের পুরাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছি।’ 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম ও জেলা জজ জিয়া হায়দার, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দীন খান প্রমুখ।

এরপর প্রধান বিচারপতি চুয়াডাঙ্গা আদালতের সব বিচারকদের নিয়ে বিচারক সম্মেলন কক্ষে এক জরুরি মতবিনিময় সভায় অংশ নেন। পরে সকাল ১১টার দিকে তিনি চুয়াডাঙ্গায় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় যোগ দেন। 

মামুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়