ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ৪ মার্চ ২০২৩   আপডেট: ২২:৫৮, ৪ মার্চ ২০২৩
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন, নিহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

শনিবার (৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এনামুল হক বলেন, ‘এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করেছি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে রয়েছি। কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

আরও পড়ুন: সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়