ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

নাটোরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ৪ মার্চ ২০২৩  
নাটোরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সিজান হোসেন (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার জামতলী-বামিহাল সড়কের মৌ গ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিজান ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও বামিহাল কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিল। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিজার বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে বামিহাল বাজারের দিকে যাচ্ছিল। পথে একটি নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় সিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।’

আরিফুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়