নাগরদোলা থেকে ছিটকে পড়ে আহত ৩
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে চলছে ১৫ দিনব্যাপী রূপসীবাংলা মেলা। শনিবার (৪ মার্চ) মেলার ৯ম দিন নাগরদোলা থেকে ছিটকে পড়ে নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- ঝালকাঠি পৌর এলাকার পুরাতন কলাবাগান এলাকার মিন্টু হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (১৩), সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালী আন্দার গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী মোসাম্মৎ পুতুল বেগম (৩৫ ) এবং রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে মো. ইদ্রিস আলী হাওলাদার (৩৩ )।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে মাঠের পশ্চিম দিকে থাকা নাগরদোলাটি ওঠেন মেলায় ঘুরতে আসা লোকজন। এসময় নাগরদোলাটির গতি হঠাৎ বেড়ে যায়। আর তখনই নাগরদোলাটির ছয়টি বক্সের দুটি বক্স একটির সঙ্গে আরেকটি লেগে যায়। এতে প্রায় ৩০ ফুট উপর থেকে মাটিতে ছিটকে পড়ে আহত হন নারী ও শিশুসহ তিনজন। পরে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পুতুল ও ইদ্রিসকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নবীন কুন্ডু বলেন, তিন জনই গুরুতর। ছোট শিশুটির মুখের নিচের অংশ ফেটে গেছে। আহত নারীর শরীরে যন্ত্রণা হচ্ছিলো। তার ব্লাড পেসার কমে গেছে। অপর আহত ইদ্রিস পায়ে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আমরা দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠিয়েছি।'
এদিকে, দুর্ঘটনার খবর জানতে পেরে আহতদের চকিৎসার খোঁজ নিতে রাতেই হাসপাতালে যান জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এবং সিভিল সার্জন ডা. এইচ.এম জহিরুল ইসলাম।
প্রসঙ্গত, খুলনার চামেলী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া পক্ষকাল ব্যাপী মেলাটি আগামী ১০ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।
অলোক/ মাসুদ