কৃষক হত্যা মামলা: বাবা ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন
ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
![কৃষক হত্যা মামলা: বাবা ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন কৃষক হত্যা মামলা: বাবা ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন](https://cdn.risingbd.com/media/imgAll/2023January/Jhenaidah-2303050907.jpg)
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষক হক আলি হত্যা মামলায় বাবা ছেলেসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমান অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (৫ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- হরিনাকুন্ডু উপজেলার কালাপাড়িয়া আবাসনের বাসিন্দা আসাদুল হক, মান্দিয়া গ্রামের খাকচার আলী ও তার ছেলে আনিচুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১৪ সালের ৭ জুলাই হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলিকে মোবাইলে ডেকে নিয়ে যায় আসাদুল নামের এক ব্যক্তি। ৯ জুলাই সকালে গ্রামের একটি কলাবাগান থেকে হক আলির মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ ও নাম না জানা ব্যক্তিদের আসামি করে হরিণাকুন্ডু থানায় হত্যা মামলা করেন। পুলিশ ২০১৫ সালের ১ মার্চ চার জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
আসামি তোয়াজ উদ্দিন মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়।
রাজিব/ মাসুদ