বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে অনশনে যুবক
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলে বিসিবি’র নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় গায়ে আমরণ অনশন করছেন হুমায়ন আহম্মেদ রুমেল (৪০) নামের এক যুবক।
আরও পড়ুন: চান্দু স্টেডিয়ামে খেলোয়াড় ও আম্পায়ারদের প্রতিবাদ
রোববার (৫ মার্চ) সকাল ৯টার দিকে শহরের সাতমাথায় তিনি এ অনশন শুরু করেন।
অনশন শুরু করা রুমেল বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি চ্যানেল বগুড়া নামে ফেসবুক পেজের কন্টেন্ট ক্রিয়েটর।
আরও পড়ুন: বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন
হুমায়ন আহম্মেদ রুমেল বলেন, জন্মের পর থেকে অনেক সরকার দেখেছি। কিন্তু কোনো সরকারকেই বগুড়ার সঠিক উন্নয়ন করতে দেখিনি। দেশের অন্য জায়গায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে সেই তুলানায় বগুড়া অনেক পিছিয়ে। বগুড়া শহীদ চান্দু স্টেয়িামে খেলা না হলেও একটা আশার জায়গা ছিলো। স্টেডিয়াম লাইফ সাপোর্টে ছিলো। খেলা হচ্ছিল না তারপরও শান্তনা ছিলো বগুড়ায় একটি স্টেডিয়াম এখনো টিকে আছে। একদিন না একদিন খেলায় ফিরবে। কিন্তু যখন বিসিবি এখান থেকে কর্মকর্তাদের প্রত্যাহার করলো, যন্ত্রপাতি সরিয়ে নিলো, এমনকি মাঠের সীমানার দড়ি পর্যন্ত নিয়ে গেলো তখন মনে হলো আমাদের গর্বের জায়গা আর কিছুই থাকলো না।’
আরও পড়ুন: শহীদ চান্দু স্টেডিয়াম থেকে সরে এলো বিসিবি
তিনি আরও বলেন, ‘অনশন সবাই পারে না। ধৈর্যও সবার নেই। আমি এটা পারবো। বিশ্বের বিভিন্ন দেশে অনশন করে অনেক কিছুই বাস্তবায়ন করা হয়েছে। মূলত সে লক্ষ্যে আমার এ অনশন। তবে আমি যদি এটা করতে পারি তবেই এই দাবি বাস্তবায়ন করা সম্ভব।’
হুমায়ন আহম্মেত বলেন, সরকার দাবি না মানা পর্যন্ত আমি আমরণ অনশন করেই যাবো।
এনাম/ মাসুদ