ঢাকা     রোববার   ০৯ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৪ ১৪৩১

দুই ভাইকে কুপিয়ে হত্যা: ৩ নম্বর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৫ মার্চ ২০২৩  
দুই ভাইকে কুপিয়ে হত্যা: ৩ নম্বর আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সুয়ারেজের পাইপলাইন বসানোকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার ৩ নম্বর আসামি মামুনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মুন্সীগঞ্জ জেলার শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: দুই ভাইকে হত্যা: অভিযুক্তদের বাড়িতে আগুন দিলো এলাকাবাসী

রোববার (৫ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

আরো পড়ুন:

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা

গোলাম মোস্তফা বলেন, গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে সোনারগাঁও উপজেলার কাচঁপুর পাঁচপাড়া এলাকায় সুয়ারেজের পাইপলাইন বসানোকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করে চাচাতো ভাইয়েরা। পূর্বেও দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিলো। এঘটনায় আরেক ভাই শফিকুল গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

তিনি আরও বলেন, হত্যা মামলার ৩ নম্বর আসামি মামুনকে মুন্সীগঞ্জের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

রাকিব/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়