ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৬ মার্চ ২০২৩  
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

লক্ষ্মীপুরের রামগতিতে ঢাকা যাওয়ার বাস ভাড়া নিয়ে ঝগড়ার জেরে ঘুমন্ত স্ত্রী নীলা আক্তারকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী সুমন উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

সোমবার (৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। 

সাজাপ্রাপ্ত সুমন রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় চা দোকানদার ছিলেন। 

আরো পড়ুন:

খোঁজ নিয়ে জানা গেছে, নরসিংদীর শিলমাদ্রী ইউনিয়নের বাগহাটা গ্রামের ওমর আলীর মেয়ে নীলার সঙ্গে প্রেম করে বিয়ে করেন সুমন। 

মামলার এজাহার সূত্র জানা যায়, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা যাওয়ার বাস ভাড়া নিয়ে সুমনের সঙ্গে নীলার ঝগড়া হয়। এনিয়ে সুমন নীলাকে মারধর করেন। পরে সুমন ঘুমিয়ে থাকা নীলাকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তার লাশ বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে রাখেন। নীলা আত্মহত্যা করেছেন বলেও প্রচারণা চালান সুমন। তবে নীলার পা ফ্লোরে ও হাত খাটে ছোয়া ছোয়া অবস্থায় থাকায় ঘটনাটি সবার কাছে রহস্যের জন্ম দেয়। পরে মারা যাওয়া নীলার ভাই মাহবুব মিয়া বাদী হয়ে রামগতি থানায় মামলা করেন। মামলা দায়েরর পর সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। 

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর লিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়