ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

আগুনে দোকান-বসতঘর পুড়ে ছাই, প্রবীণের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ৭ মার্চ ২০২৩   আপডেট: ১০:১৮, ৭ মার্চ ২০২৩
আগুনে দোকান-বসতঘর পুড়ে ছাই, প্রবীণের মৃত্যু

লক্ষ্মীপুরে আগুন লেগে বসতবাড়ি ও একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এসময় দগ্ধ হয়ে মফিজ উল্যাহ নামে এক প্রবীণের মৃত্যু হয়। 

মঙ্গলবার (৬ মার্চ) দিবাগত রাতে শহরের আলীয়া মাদরাসার সামনের দোকানে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

মারা যাওয়া মফিজ উল্যাহ সদর উপজেলার রাজিবপুর এলাকার মৃত আমিন উল্যাহর ছেলে। 

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বসত ঘরের সামনের অংশে থাকা দোকানে গতকাল রাতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে। দ্রুত সবাই ঘর থেকে বের হয়ে আসলেও মফিজ উল্যাহ বাইরে আসতে পারেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, দগ্ধ হয়ে একজন মারা গেছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, বসত ঘরের সঙ্গে থাকা দোকানটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

জাহাঙ্গীর লিটন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়