ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

৭ মার্চ উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ৭ মার্চ ২০২৩  
৭ মার্চ উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গাজীপুরের কালীগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা, পৌর ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান। 

আরো পড়ুন:

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ,  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ. এম আবুবকর চৌধুরী, পৌর মেয়র এস.এম রবীন হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিম প্রমুখ। 

রফিক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়