চান্দু স্টেডিয়ামে গরু-ছাগলের হাট বসানোর পাঁয়তারা চলছে: হিরো আলম
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবি’র ভেন্যু বাতিলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হিরো আলম বলেছেন, ‘এক শ্রেণির মানুষ সিন্ডিকেট করে স্টেডিয়াম বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা চায় না বগুড়ায় এই স্টেডিয়াম থাকুক। তাদের উদ্দেশ্য হলো মাঠে জুয়ার বোর্ড বসানো, গরু-ছাগলের হাট বসানো।’
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে শহিদ চান্দু স্টেডিয়ামের মূল গেটের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
হিরো আলম বলেন, ‘স্টেডিয়াম কি মেলা, হাট বা জুয়ার বোর্ড বসানোর জন্য? সিন্ডিকেট চায় স্টেডিয়ামে পরে থাকুক। তখন ওরা ৯৯ বছরের জন্য মাঠ লিজ নিয়ে যা ইচ্ছা তাই করবে।’
তিনি আরও বলেন, ‘বিসিবির দোষ নেই, তারা এখানে কাজ করার চেষ্টা করেছে। ওই সিন্ডিকেট কাজে বাধা দিচ্ছে৷ তারাই বিসিবির খেলা আসার আগে চিঠি দিয়ে বাধা দিয়েছে যেনো খেলা না হয়।’
এই সিন্ডিকেট কারা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আপনারও মোটামোটি জানেন সবই। আমি এখন তাদের নাম বলতে চাই না।‘
হিরো আলম বগুড়া সদর আসনের এমপির উদ্দেশ্যে বলেন, ‘আমি রিপু ভাইকে বলতে চাই, বগুড়ার মানুষজন আপনাকে ভালোবেসে ভোট দিয়েছে কি কারণে? বগুড়ার মানুষের তাদের রক্ষার দায়িত্ব নেওয়ার জন্য। তারা (জনগণ) বগুড়ার উন্নয়ন চায়। আপনি দায়িত্বে থাকা অবাস্থায় কিভাবে স্টেডিয়ামে থেকে সব কিছু বিসিবি প্রত্যাহার করলো। গত ১৫ বছরে বগুড়ায় তেমন কোনো উন্নয়নমূলক কাজকর্ম হয়নি। এই দীর্ঘ ১৫ বছরে আপনারা বগুড়া জাতীয় কোনো খেলাও দেননি। বগুড়ার এয়ারপোর্ট পড়ে আছে কোন উন্নয়ন হয়নি। এয়ারপোর্টে এখন লোকজন গরু-ছাগল চড়ায়।’
মানববন্ধন শেষে হিরো আলম শহিদ চান্দু স্টেডিয়াম ঘুরে দেখেন। এসময় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও বগুড়া সন্তান শফিউল ইসলামের সঙ্গে দেখা হয় হিরো আলমের। বিসিবির কার্যক্রম স্টেডিয়ামে ফিরিয়ে আনতে এ ক্রিকেটারের কাছেও অনুরোধ জানান তিনি।
এনাম/ মাসুদ