ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ১৬ জনের বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ৭ মার্চ ২০২৩   আপডেট: ১৫:১৮, ৭ মার্চ ২০২৩
সীতাকুণ্ডে বিস্ফোরণ: ১৬ জনের বিরুদ্ধে মামলা 

ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার তিন মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।  

গতকাল সোমবার (৬ মার্চ) রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

আরও পড়ুন: অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

পুলিশ জানায়, সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গতকাল রাতে ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামীদের মধ্যে কারখানার তিন মালিক রয়েছেন। তারা হলেন- সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, তার দুই ভাই পারভেজ উদ্দিন ওরফে সান্টু ও আশরাফ উদ্দিন ওরফে বাপ্পি। এছাড়া কারখানার বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮, ৩০৪ ক /৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে৷ মামলা নম্বর ৬। 

প্রসঙ্গত, গত শনিবার (৪ মার্চ) বিকেলে সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২৪ জন।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়