বিরোধী দলকে আতঙ্কের মধ্যে রাখতে পঞ্চগড়ে সহিংসতা: বিএনপি
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) সালানা জলসাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত এবং সুপরিকল্পিত। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল এবং বিরোধী দলকে আতঙ্কের মধ্যে রাখতে এ ধরণের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
বুধবার (৮ মার্চ) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রশাসনের অনুমতি নিয়ে জলসার আয়োজন করার পরেও সেদিন প্রশাসনের উপস্থিতিতে আহমদিয়াদের ওপর হামলা, বাড়ি-ঘরে আগুন এবং লুটপাটের ঘটনা ঘটেছে। অথচ দলীয়করণ প্রশাসনের কোনও জবাবদিহিতা নাই। পুলিশ বাহিনী তিন ঘণ্টা দাঁড়িয়ে দৃশ্য অবলোকন করেছে।’
তিনি বলেন, ‘এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা চাই, যেখানে সব মতের মানুষ নির্বিঘ্নে থাকবে। বিএনপি তিন বার ক্ষমতায় ছিল, পঞ্চগড়ে একবারও এমন ঘটনা ঘটেনি। কারণ, তখন দেশে আইনের শাসন ছিল, গণতন্ত্র ছিল।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘‘সন্ত্রাসীরা সরকারী দলের ছত্রছায়ায় এ ধরণের তাণ্ডব চালিয়ে যাচ্ছে। যার প্রমাণ- দুদিন আগে যখন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ক্ষতিগ্রস্ত আহমদিয়াদের এলাকা পরিদর্শন করেছিলেন, তখন ক্ষতিগ্রস্তরা মন্ত্রীকে বলেছিলেন- ‘যারা সেদিন ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা আপনার সফরসঙ্গী হয়ে এসেছে।’ তারা হামলাকারীদের নামও বলেছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি।’’
উল্লেখ্য, আহমদিয়া সম্প্রদায়কে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি এখন পঞ্চগড়ে।
আরও পড়ুন: বিএনপির প্রতিনিধি দল পঞ্চগড়ে
নাঈম/কেআই