ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী সুইট গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ৯ মার্চ ২০২৩  
রাজশাহীতে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী সুইট গ্রেপ্তার

রাজশাহীতে একটি বিদেশি পিস্তলসহ সারোয়ার জামান ওরফে সুইট (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সুইট রাজশাহী মহানগরীর উপর ভদ্রা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে বিদেশি পিস্তল ছাড়াও একটি ম্যাগজিন, একটি টিপ চাকু এবং এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার রাত ১১টার দিকে উপর ভদ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, সুইট একজন শীর্ষ সন্ত্রাসী। তার নামে ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাই মামলা ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের ১৩টি মামলা রয়েছে। সন্ত্রাস জগতের এমন কোন কাজ নেই যা সুইট করেন না। এলাকার লোকজন সুইটের কর্মকান্ডে অতিষ্ঠ। তারা সব সময় ভীতসন্ত্রস্ত থাকেন।

র‌্যাব জানতে পারে, সুইট জেল থেকে ছাড়া পেয়ে আবার এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য বাড়িতে অবৈধ অস্ত্র রেখেছেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের দল তার বাসায় তল্লাশি করে। এ সময় অবৈধ অস্ত্রটি পাওয়া যায়।

এ সময় সুইটকে বাড়ি থেকেই আটক করা হয়। পরে নগরীর বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকেও এই থানায় সোপর্দ করা হয়েছে। পরে দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সুইট গ্রেপ্তার হওয়ায় এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেছেন।

কেয়া/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়