নারায়ণগঞ্জে বহুতল ভবনে বিস্ফোরণ, মা ও সন্তান দগ্ধ
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

নারায়ণগঞ্জের মাসদাইরে একটি বহুতল ভবনে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন দগ্ধ হয়েছেন। রোববার (১২ মার্চ) সন্ধ্যায় দশ তলা ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- কুলসুম বেগম ( ২৭ ) ও তার ছেলে খালিদ (৩)। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছেন।
স্থানীয় ও প্রতিবেশীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। পরে ওই ফ্ল্যাটে আগুন দেখতে পান। এ সময় দুইজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসে।
ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এ ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভবনের অন্যান্য বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস পাইপ লিকেজ হয়ে এমনটা হতে পারে। তবে তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।’
রাকিব/কেআই