জাল টাকার কারবারি গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাসেল মণ্ডল (৩০) নামের এক জাল টাকার কারবারিকে গ্রেপ্তার করেছে। সেসময় তার কাছ থেকে জাল টাকা জব্দ করা হয়।
রোববার (১২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান।
এর আগে, গত শনিবার দিবাগত রাতে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রাসেল মণ্ডল বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার বন তেতুলিয়া গ্রামের আশরাফ আলী মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, রাসেল মণ্ডল কঞ্চিবাড়ি গ্রামের একটি মুদি দোকানে জাল টাকা খরচ করতে যান। এসময় দোকানদারের সন্দেহ হলে তিনি জাল টাকাটি রাসেল মণ্ডলকে ফেরত দেন। এরপর রাসেল আবার অন্য একটি দোকানে ওই জাল টাকা খরচ করতে গেলে সেই দোকানদারও তাকে টাকা ফেরত দেন। এভাবে কয়েকটি দোকানে গেলে দোকানদারদের সন্দেহ হয়। তখন তারা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রাসেল মণ্ডলকে জাল টাকাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ওসি আজমিরুজ্জামান বলেন, থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় আসামি নিজেকে জাল টাকার কারবারি বলে স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুদীপ্ত/ মাসুদ