নদী থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

জামালপুরের সরিষাবাড়ীতে সুবর্ণখালী নদী থেকে মো. স্বাধীন মিয়া (২৮) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বাধীন মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া খান বাড়ির মৃত আব্দুল জলিল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হন স্বাধীন। রাতে আর বাড়ি ফিরে আসেননি তিনি। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন বয়ড়া সেতুর নিচে গিয়ে তার লাশ দেখতে পান।
নিহতের বড়ভাই খলিলুর রহমান বলেন, ‘এইচএসসি পাশ করা স্বাধীন অভাবের কারণে অটোরিকশা চালাতেন। কে বা কারা তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে। তার অটোরিকশাটি পাওয়া যাচ্ছে না।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।’
সেলিম/কেআই