ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

এ‌লেঙ্গা পৌর নির্বাচ‌নের ফল প্রত্যাখান, কর্মকর্তা‌দের গা‌ড়ি ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৭ মার্চ ২০২৩   আপডেট: ০৯:১০, ১৭ মার্চ ২০২৩
এ‌লেঙ্গা পৌর নির্বাচ‌নের ফল প্রত্যাখান, কর্মকর্তা‌দের গা‌ড়ি ভাঙচুর

টাঙ্গাই‌লের এ‌লেঙ্গা পৌরসভা নির্বাচ‌নের ফল প্রত্যাখান ক‌রে কর্মকর্তা‌দের অবরুদ্ধ ক‌রে গা‌ড়ি ভাঙচুর করার ঘটনা ঘ‌টে‌ছে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে পু‌লিশ ৫ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ ক‌রে‌ছে। এ‌তে পু‌লি‌শসহ বেশ ক‌য়েকজন আহত হওয়ার খবর পাওয়া গে‌ছে। 

বৃহস্প‌তিবার (১৬ মার্চ ) সন্ধ্যার দি‌কে কা‌লিহাতী উপ‌জেলার এ‌লেঙ্গা পৌরসভার ভাবলা সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কে‌ন্দ্রের সাম‌নে এই ঘটনা ঘ‌টে। এসময় পরা‌জিত কাউ‌ন্সিলর প্রার্থীর সমর্থকরা নির্বাচন সং‌শ্লিষ্ট কর্মকর্তা‌দের গা‌ড়ি ভাঙচুর ক‌রে। 

ভাবলা সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কে‌ন্দ্রের প্রিসাই‌ডিং কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার ব‌লেন, মে‌শিনে ত্রু‌টির কার‌ণে ফলাফল দি‌তে দে‌রি হওয়ায় উ‌ত্তে‌জিত লোকজন কে‌ন্দ্রের সাম‌নে বিশৃঙ্খলার সৃষ্টি ক‌রে। প‌রে অন্য এক‌টি প্রিন্টার দি‌য়ে ফলাফলের প্রিন্ট ক‌পি নিয়ে আসার সময় প‌থে পরা‌জিত কাউ‌ন্সিলর প্রার্থীদের লোকজন রাস্তা অব‌রোধ ক‌রে। এসময় তারা আমা‌দের লক্ষ্য ক‌রে ইটপাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে। এ‌তে পু‌লি‌শের ক‌য়েকজন সদস্য আহত হয়। এছাড়া ক‌য়েক‌টি গা‌ড়ি ভাঙচুর ক‌রে বিক্ষুব্ধরা। পু‌লি‌শ বাধ্য হ‌য়ে আত্মরক্ষা‌র্থে টিয়ার গ্যাস ও সাউন্ড গান নি‌ক্ষেপ ক‌রে ছত্রভঙ্গ ক‌রে। প‌রে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক হ‌লে আমরা সেখান থে‌কে চ‌লে আ‌সি। 

কা‌লিহাতী থানার উপপ‌রিদর্শক (এসআই ) আল আ‌মিন জানান, খবর পে‌য়ে অ‌তি‌রিক্ত পু‌লিশ গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণ আন‌তে ক‌য়েক রাউন্ড টিয়ার গ্যাস নি‌ক্ষেপ ক‌রে। এ‌তে লোকজন ছত্রভঙ্গ হ‌য়ে ঘটনাস্থল ত্যাগ ক‌রে। প্রথ‌মে পরা‌জিত কাউ‌ন্সিলর প্রার্থী‌দের সমর্থকরা উপ‌স্থিত হলেও প‌রে পরা‌জিত মেয়র প্রার্থী‌দের লোকজনও যোগ দেয়। ত‌বে আহত হওয়ার খবর পাওয়া যায়‌নি। 

এ‌দি‌কে এ‌লেঙ্গা পৌরসভা নির্বাচ‌নে বেসরকা‌রিভা‌বে নৌকা প্রতি‌কের প্রার্থী মোহাম্মদ নুর-এ- আলম সি‌দ্দিকী ১৩ হাজার ৬৭১ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। এসময় তার নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শাফী খান ৮ হাজার ৮০৫ ভোট পে‌য়েছেন। 

কাওছার/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়