ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

মাগুরা শহরে সুড়ঙ্গ খুঁড়ে সোনার দোকানে চুরি

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১৮ মার্চ ২০২৩   আপডেট: ০৯:০০, ১৮ মার্চ ২০২৩
মাগুরা শহরে সুড়ঙ্গ খুঁড়ে সোনার দোকানে চুরি

মাগুরা শহরের একটি জুয়েলার্সে সুড়ঙ্গ খুঁড়ে চুরি সংঘটিত হয়েছে। এতে কি কি চুরি হয়েছে, ক্ষতির পরিমাণ কতো তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শুক্রবার (১৭ মার্চ) রাত পৌনে ৯ টার দিকে মাগুরা শহরের পুরাতন বাজার এলাকার সোনা পট্টির বৈদ্যনাথ জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।  

জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাস বলেন, বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। পাশের দোকান বিনোদপুর জুয়েলার্সের কোল ঘেঁষে চোরের দল মাটির নিচ দিয়ে প্রায় ৫ থেকে ৬ ফুট সুড়ঙ্গ খনন করে কংক্রিটের মেঝে ভেঙে দোকানে প্রবেশ করে। রাত পৌনে নয়টার দিকে প্রতিবেশি এক ব্যবসায়ী সুড়ঙ্গ দেখতে পেয়ে তাদের খবর দেন। দোকান খুলে দেখতে পান সবকিছু এলোমেলো।  স্বর্ণালঙ্কারের প্যাকেট- কার্টুন চারদিক ছড়ানো ছিটানো। তারা দ্রুত বিষয়টি পুলিশকে জানান। 

ধারণা করা হচ্ছে, দোকান বন্ধের সুযোগে চোরের দল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত সুড়ঙ্গ পথ খনন করে চুরি সংঘটিত করেছে।

কি পরিমাণ স্বর্ণ ও রৌপ্য ও অলঙ্কার খোয়া গেছে তার হিসাব নিরুপণের কাজ চলছে বলেও জানান বিমল বিশ্বাস।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জব্বারুল ইসলাম বলেন, শহরে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে চুরির ঘটনা অভিনব। এ ঘটনার তদন্ত চলছে।

শাহীন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়