ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

আওয়ামী লীগ ভণ্ডামির রাজনীতি করছে: ফখরুল

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২০ মার্চ ২০২৩   আপডেট: ১৬:৪৪, ২০ মার্চ ২০২৩
আওয়ামী লীগ ভণ্ডামির রাজনীতি করছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে একটি ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার আমাদের সব অর্জন ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ মিথ্যা বলে, প্রতারণা ও ভণ্ডামির রাজনীতি করে দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করছে।’

সোমবার (২০ মার্চ) সকালে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা সরকারের অধীনে কোনও নির্বাচনে বিএনপি যাবে না। ২০১৪ সালের নির্বাচন কোনও নির্বাচনই না। তখন ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছিল। ২০১৮ সালের নির্বাচনে আগের রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। এ সরকার ক্ষমতায় আসার পরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান একে একে ধ্বংস করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করছে। তারা সংসদকে ধ্বংস করে দিয়েছে। সেখানে কোনও জবাবদিহিতা নাই, বিতর্ক হয় না। দেশ সম্পর্কে কোনও আলোচনাই হয় না। তারা চুরি ও সন্ত্রাস করতে ভালো জানে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আওয়ামী লীগ নতুন করে নির্বাচনের পাঁয়তারা শুরু করেছে। দেশের স্বার্থে এ নির্বাচন অবশ্যই আমাদের প্রতিহত করতে হবে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ।

সিথুন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়