ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

রাঙামাটিতে উপহারের বাড়ি পাচ্ছে ৪৩৯ পরিবার

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২০ মার্চ ২০২৩  
রাঙামাটিতে উপহারের বাড়ি পাচ্ছে ৪৩৯ পরিবার

রাঙামাটিতে মুজিবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন ৪৩৯ পরিবার। 

সোমবার (২০মার্চ) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এতথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, জেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা মোট ৪ হাজার ৫৩৪টি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে ১ হাজার ৪৭৭টি পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে। এখন তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৪০টি এবং চতুর্থ পর্যায়ের ৩৯৯টিসহ মোট ৪৩৯ পরিবারকে বাড়ি প্রদান করা হবে। চলতি মাসের ২২মার্চ প্রধামন্ত্রী এই বাড়িগুলো হস্তান্তর করবেন।
জেলা প্রশাসক আরও বলেন, অবশিষ্ট ভূমিহীন ও গৃহহীন ২ হাজার ৬১৮টি পরিবারের মধ্যে থেকে চতুর্থ পর্যায়ে আরও ২১৩টি বাড়ির নির্মাণ কাজ চালু রয়েছে।

আরো পড়ুন:

জেলা প্রশাসক বলেন, প্রথম থেকে চতুর্থ পর্যায় পর্যন্ত সর্বমোট ১হাজার ৯১৬টি বাড়ি নির্মাণে সরকারি অর্থ খরচ হয়েছে ৪০ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৫০০টাকা।

এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, মো. সাইফুল ইসলাম, নাসরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজয় ধর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়