ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

সাক্ষীকে জেরার সময় অসুস্থ হয়ে আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ২২ মার্চ ২০২৩  
সাক্ষীকে জেরার সময় অসুস্থ হয়ে আইনজীবীর মৃত্যু

জোবাইরুল হক। ফাইল ফটো

চট্টগ্রাম আদালতে মামলার কার্যক্রম চলার মধ্যে অসুস্থ হয়ে জোবাইরুল হক (৪৫) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে।

জোবাইরুল হক কক্সবাজার জেলার চকরিয়ার স্থায়ী বাসিন্দা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য বিষয়ক সম্পাদক অলি আহমদ রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে একটি মামলার সাক্ষীকে জেরা করছিলেন আইনজীবী জুবায়েরুল হক। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। উপস্থিত সহকর্মীরা তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়