নার্স-আয়াদের অদক্ষতায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নরসিংদীতে চিকিৎসকের অনুপস্থিতিতে নার্স ও আয়াদের অদক্ষতায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২২ মার্চ) ভোরে নরসিংদী সদর হাসপাতালের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে স্ত্রীর প্রসব ব্যথা উঠলে তাকে নরসিংদীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যান ওই নারীর স্বামী মো. সুমন মিয়া। তখন হাসপাতালে চিকিৎসক না থাকলেও কর্তব্যরত আয়া ও নার্সরা সেটি গোপন করে রোগীর স্বজনদের সবকিছু সামলে নেবেন বলে জানান।
প্রসূতির স্বামী মো. সুমন মিয়া বলেন, ‘নার্স ও আয়ারা বিভিন্ন ওষুধ খাইয়ে নরমাল ডেলিভারির জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। পরে নবজাতকের শরীরের বিভিন্ন অংশ ধরে টেনে হিঁচড়ে ডেলিভারির চেষ্টা করেন তারা। কিছুক্ষণ পর জানতে পারি, আমার সন্তান মারা গেছে।’
নরসিংদী সদর হাসপাতালের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার গোপাল চন্দ্র সূত্রধর বলেন, ‘বিষয়টি সম্পর্কে জেনেছি। এটি নিয়ে তদন্ত করা হবে। তদন্তের পর কেউ দোষী হয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হৃদয়/কেআই