ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

হবিগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২৩ মার্চ ২০২৩   আপডেট: ১৯:১০, ২৩ মার্চ ২০২৩
হবিগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে গাদিশাইল গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের সূয্যুল হক (৪৫), তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও সন্তান ইয়াছিন মিয়া (১০)। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেলে একটি গাছের মগডালে ঝুলন্ত অবস্থায় সূয্যুলের মরদেহ পাওয়া যায়। একই সময়ে বসতঘরের খাটের ওপর থেকে প্রতিবন্ধী সন্তান ও খাটের নীচ থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, ‘পরিবারটি অর্থনৈতিকভাবে অসচ্ছল। প্রাথমিক তদন্তে জানা গেছে, সূয্যুল হক তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।’

মামুন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়