ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

বৈদ্যুতিক খুঁটিতে বিআরটিসি বাসের ধাক্কা, নিহত ২

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২৪ মার্চ ২০২৩   আপডেট: ১৬:৪৩, ২৪ মার্চ ২০২৩
বৈদ্যুতিক খুঁটিতে বিআরটিসি বাসের ধাক্কা, নিহত ২

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিয়েছে। এতে বাসটির সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কানুদাসকাঠি এলাকার বরিশাল-পাথরঘাটা সড়কে দুর্ঘটনাটি ঘটে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির গিয়ে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই বাসের সুপার ভাইজার মেহেদী হাসান ও বাখেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি এলাকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে  মো. পারভেজ হোসন (৩৫) নিহত হন। আহতদের রাজাপুর ও ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা গুরুতর হওয়ায় বাসটির চালককে বরিশালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

তিনি আরও জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

অলোক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়