ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

চুনারুঘাটে ১২ জুয়াড়ি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২৫ মার্চ ২০২৩  
চুনারুঘাটে ১২ জুয়াড়ি গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

শনিবার (২৫ মার্চ) দুপুরে আসামিদের মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক এতথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দুধপাতিল এলাকার  মো. শাহিদ মিয়া (২৮), রায়হান (২০), সিদ্দিক মিয়া (৪৫), রাজু মিয়া (২৫), কাউছার মিয়া (২৭), আছকির মিয়া (৪০),  জিতু মিয়া (৬৫), আ. আহাদ (৫০), শিশু মিয়া (২৭), হেলিম (৩৮), আ. ছালাম(৪২) ও আ. মোতালিব(৪৫)।

পুলিশ জানায়, গোপান সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বনগাঁও গ্রামে  অভিযান চালায় পুলিশ। এসময় জনৈক জিতু মিয়ার বাড়ির একটি কক্ষে জুয়ার আসর থেকে ১২জনকে গ্রেপ্তার করা হয়।

মামুন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়