ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

পিরোজপুরে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ৩০ মার্চ ২০২৩   আপডেট: ০৯:৪২, ৩০ মার্চ ২০২৩
পিরোজপুরে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। 

বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়ির ওসমান গনির ছেলে হাসিবুল মোল্লা (১১) এবং তেলিখালী ইউনিয়নের এসমাইল হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ আলী (১০)। তারা দুজনে প্রাইমারি স্কুলে পড়তো।

নুর মোহাম্মদ আলীর নানা হালিম মোল্লা জানায়, দুপুরে তারা  বাড়ির সামনে খালে গোসল করতে যায় । দীর্ঘক্ষণ বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে খাল থেকে  দুজনকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত  ঘোষণা করেন।

ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক‌্যাল অফিসার ডাক্তার অমিত হাসান বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

তাওহিদুল ইসলাম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়