ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৩ ১৪৩১

গাইবান্ধায় ৯ জুয়াড়ি আটক

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৩১ মার্চ ২০২৩  
গাইবান্ধায় ৯ জুয়াড়ি আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জুয়া খেলার সরঞ্জামসহ নয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাকিব হাসান।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের মধ্য শিমুলতাইড় গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- উপজেলার বোনারপাড়া ইউনিয়নের মধ্য শিমুলতাইড় গ্রামের আক্কাছ আলীর ছেলে আল-আমিন (২৪), গোলাম হোসেনের ছেলে রাকিব হোসেন (৪০), মৃত আলী হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৫), আবু বক্করের ছেলে সাদ্দাম হোসেন (৩০), আ. কাফিরের ছেলে কবির (২৮), মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে মেহেদী হাসান সোহেল (৩৫), বাটি গ্রামের মৃত আলী প্রধানের ছেলে মিষ্টার (৩২), চন্দনপাট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোখলেছ (৪৫) ও বোনারপাড়া গ্রামের মৃত আ. ছালামের ছেলে রুবেল (৩৯)।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিমুলতাইড় গ্রামে অভিযান চালানো হয়। সেসময় বিপুল নামের এক ব্যক্তির বাড়িতে জুয়া খেলার সময় নয় জনকে আটক করা হয়। একইসঙ্গে জব্দ করা হয় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ সাত হাজার টাকা।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাকিব হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সুদীপ্ত/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়