শিশুপুত্রকে হত্যার দায়ের মায়ের যাবজ্জীবন
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরে নিজের তিন বছর তিন মাস বয়সী শিশুপুত্র আয়ানুর রহমান আয়ানকে গলাকেটে হত্যার দায়ে মা সাবিনা ইয়াসমিন শিল্পীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
একই সাথে তার ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
রায়ের সময় আসামি শিল্পী আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন।
মামলা সূত্র জানায়, সাবিনা ইয়াসমিন শিল্পীর স্বামী আজিমুর রহমান আজিম সৌদি প্রবাসী। শিল্পী তার শ্বশুর-শাশুড়ির সাথে শিশুপুত্র আয়ানকে নিয়ে লক্ষ্মীপুরের লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের হারুন খাঁর বাড়িতে ভাড়া থাকতো। তবে স্বামী আজিমের সাথে পারিবারিক কলহ ছিল। ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মোবাইল ফোনে শিল্পীর সাথে স্বামী আজিমের ঝগড়া হয়। এক পর্যায়ে আজিম শিল্পীকে তালাক দেওয়ার হুমকি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শিল্পী তার ঘুমন্ত শিশুপুত্র আয়ানকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে সে নিজেই ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পাশের কক্ষে তার শ্বশুর শাশুড়ি ছিলো। শিল্পীর কক্ষ থেকে বিকট শব্দ শুনতে পেয়ে তারা উঁকি দিয়ে দেখতে পায় শিল্পী আত্মহত্যার চেষ্টা করছে এবং আয়ানের রক্তাক্ত মৃতদেহ খাটে পড়ে আছে। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং হত্যার ঘটনায় তার মা শিল্পীকে আটক করে পুলিশ।
শিশুটির দাদা মো. হুমায়ূন কবির বাদি হয়ে পুত্রবধূ সাবিনা ইয়াসমিন শিল্পীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ২ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন দেন। এতে শিল্পীকে হত্যার দায়ের অভিযুক্ত করা হয়। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিল্পীর যাবজ্জীবন সাজা দিয়েছেন।
লিটন/টিপু