ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

নরসিংদীতে পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা ছিনতাই, আটক ৩

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৮ এপ্রিল ২০২৩   আপডেট: ১৫:২৬, ৮ এপ্রিল ২০২৩
নরসিংদীতে পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা ছিনতাই, আটক ৩

নকল পরিচয়পত্র

নরসিংদীতে পুলিশ পরিচয়ে পিস্তল দেখিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইকালে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিন (৩৬), মাধবদী টাটাপাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে শোয়েব রায়হান (২৯), বিরামপুর এলাকার আক্তার হোসেনের ছেলে তানভীর আহমেদ (৩০)।

এর মধ্যে রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, ‘আমি ও আব্বা (আক্কাস আলী মেম্বার) সাহেবপ্রতাব এলাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি বাঁশগাড়িতে জমি কেনার জন্য ১৬ লাখ টাকা নিয়ে অটোরিকশায় যাচ্ছিলাম। বৌয়াকুড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ৪ জন আমাদের গতিরোধ করে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রথমে পুলিশের পরিচয়পত্র দেখিয়ে পিস্তল প্রদর্শন করে। পরে আমাদের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এদের মধ্যে একজন টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় আমরা চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের ধরে পুলিশে খবর দিলে তারা এসে তিনজনকে আটক করে।’ 

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ বলেন, টাকা উদ্ধারে অভিযান চলছে।  আপাতত তিনজন আটক রয়েছে। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।

হৃদয়//


সর্বশেষ

পাঠকপ্রিয়