ঢাকা     বুধবার   ০৫ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২০ ১৪৩১

সুন্দরবন থেকে তিন চোরা শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ৮ এপ্রিল ২০২৩  
সুন্দরবন থেকে তিন চোরা শিকারি আটক

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও হরিণ শিকারের প্রস্তুতিকালে তিন চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। শনিবার (৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন একটি খাল থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ, ড্রাম, চার পিস সুন্দরী কাঠ, মাছ শিকারের অন্যান্য সরঞ্জাম ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করে বন রক্ষীরা।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা কেওড়াবুনিয়া গ্রামের মৃত মোবারক শেখের ছেলে মো. অসীম শেখ (৩৫), চিলা বাজার এলাকার মিঠু নাথের ছেলে সাগর নাথ (২৩) এবং একই উপজেলার দক্ষিণ কানমারি গ্রামের মো.খলিল শিকারির ছেলে মো. জাকির হোসেন (৩৪)। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বলেন, ‘অবৈধভাবে বনের অভ্যন্তরে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার এবং হরিণ শিকারের পায়তারা করছিল তিন ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছে সুন্দরবনে মাছ ধরার কোনো অনুমতি ছিল না।’

টুটুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়