জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন প্রাণ হারিয়েছেন।
রোববার (৯ এপ্রিল) ভোর ৬ টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের বেতমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার শাহ্ আলম (৩৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মন (২৭), তিনি পেশায় পাওয়ার টেকনিশিয়ান ও গাড়ি চালক কাজল (৩৫), তার বাড়ি জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকায়। তারা সবাই গ্রামীণফোন কোম্পানিতে কাজ করতেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা লবণবোঝাই ট্রাকের সঙ্গে মেলান্দহের দিক থেকে আসা ওই পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান।
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রয়েছে।
সেলিম/টিপু