ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাচ্চি ডাইনকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ১০ এপ্রিল ২০২৩  
কাচ্চি ডাইনকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা

চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় অবস্থিত কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে রেস্টুরেন্টটি সিলগালা করা হয়েছে।  

খাবারে অননুমোদিত রং ব্যবহার করাসহ নানা অভিযোগে এ ব্যবস্থা নিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরো পড়ুন:

সোমবার (১০ এপ্রিল) বিকেলে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুল রহমান।

আনিসুল রহমান জানান, খাবারে অননুমোদিত রং ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ, পোকা খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরি, কাচ্চিতে খাওয়ার অনুপযোগী আলু ব্যবহারের অপরাধে চকবাজারের কাচ্চি ডাইনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়