ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

গাজীপুরে কারখানা ভবনের ছাদ ধসে ৮ শ্রমিক আহত 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ১৫ এপ্রিল ২০২৩  
গাজীপুরে কারখানা ভবনের ছাদ ধসে ৮ শ্রমিক আহত 

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকার একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৮ শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার রোডের দেওয়ালিয়া বাড়ি এলাকার মিউচুয়াল ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানায় দুর্ঘটনাটি ঘটে । 

আহতরা হলেন- জাহিদুল ইসলাম (২৫), বাদশা (২২), রাসেল (৪০), আলামিন (২০), মজনু (৪৫), মঞ্জুরুল (৩০), আসাদুল( ৩৫) এবং আরিফ (২৩)। 

আরো পড়ুন:

কোনাবাড়ি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডিউটিরত চিকিৎসক মো.আশরাফ হাসান জানান, আহত আট শ্রমিকের মধ্যে মঞ্জুরুলের অবস্থা গুরুতর। সম্ভবত তাকে রেফার্ড করা লাগতে পারে। এক্সে রিপোর্ট হাতে পেলে বলা যাবে। আহত সবাইকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, কারখানার তৃতীয় তলায় কাজ করার সময় ভবনের ছাদ ধসের ঘটনা ঘটেছে। খবর পয়ে ঘটনাস্থলে যাই। আটজন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। 

রেজাউল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়