ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

১৪ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ১৫ এপ্রিল ২০২৩   আপডেট: ১৮:০৪, ১৫ এপ্রিল ২০২৩
১৪ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

তীব্র তাপদাহে টানা ১৪ দিন ধরে পুড়ছে চুয়াডাঙ্গা। স্থবির হয়ে পড়েছে এ জনপদের জীবনযাত্রা। চুয়াডাঙ্গায় আজ শনিবার (১৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম এতথ্য জানান।

 চুয়াডাঙ্গায় তাপদাহের পারদ ক্রমেই ধাবিত হচ্ছে। জেলায় টানা ১৪ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরো পড়ুন:

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, এ সপ্তাহ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকাবে।

চুয়াডাঙ্গা জেলায় ২০১৪ সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেসময় তাপমাত্রা ছিলো ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপদাহের কারণে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ডায়রিয়া ও জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত শিশু আউটডোরে ও ইন্ডোরে  চিকিৎসা নিচ্ছে। শতাধিক শিশু হাসপাতালে ভর্তি রয়েছ। তবে, কেউ মারা যায়নি। এই বৈরী আবহাওয়ায় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার কথা বলেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন।

মামুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়