ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

যুবককে পিটিয়ে হত্যা: ৩ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৭ এপ্রিল ২০২৩   আপডেট: ১০:৫৯, ১৭ এপ্রিল ২০২৩
যুবককে পিটিয়ে হত্যা: ৩ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও 

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল)  উপজেলার মাহুতলা এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তিন দিন পর ওই যুবকের ওপর চালানো অমানুষিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, নিহত শাহাদাত হোসেন (২৬) জয়াগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোয়ারপাড় গ্রামের বক্স আলী জমাদার বাড়ির প্রয়াত আবুল কাশেমের ছেলে। গত বৃহস্পতিবার সকালে জয়াগ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাহুতলা এলাকার সড়কের পাশে আম গাছের নিচ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের মাথা, হাত, পা, বুক, পিট, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া যায় বলে মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করে পুলিশ। পরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপতালে ময়নাতদন্ত শেষে মরদেহের কোন দাবিদার না পাওয়ার স্থানীয় ইউপি সদস্যের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সোনাইমুড়ি থানার এস আই অর্মত্য মজুমদার জানান, তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর ওই যুবকের ওপর চালানো অমানুষিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিতে দেখা যায়, খালি গায়ে মাটিতে পড়ে থাকা এক যুবক বাঁচার আকুতি করছেন। সাথে লাঠি হাতে কয়েকজন তাকে ঘিরে রেখেছে।

এ বিষয়ে সোনাইমুড়ি থানার ওসি মো. জিয়াউল হক মীর জানান, ভিডিওটি দেখে এবং স্থানীয়ভাবে তদন্ত করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মাওলা সুজন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়