ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাগেরহাটে ৫ হাজার দরিদ্র পেলো ঈদ সামগ্রী

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১৮ এপ্রিল ২০২৩   আপডেট: ১৬:০৬, ১৮ এপ্রিল ২০২৩
বাগেরহাটে ৫ হাজার দরিদ্র পেলো ঈদ সামগ্রী

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পাঁচ হাজার অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে  মোল্লাহাট উপজেলা সদরের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ঈদ সামগ্রী বিতরণ করেন।  

বিতরণ করা সমগ্রীর মধ্যে রয়েছে- শাড়ি, লুঙ্গী ও পাঞ্চাবি। 

সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করেছে। সব সময় সাধারণ মানুষের পাশে থাকছে। সাধারণ মানুষের জন্য কাজ করছে। আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে। এজন্য আগামী দিনে ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না। 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, বিএনপি সরকারের পতন ঘটাতে চায়। সরকার উৎখাত করবে বলে অনেক কথাই বলে থাকে তারা। কিন্তু মানুষের অসুবিধার সময় তারা পাশে দাঁড়ায় না। আওয়ামী লীগ সরকার সব সময় জনগনের পাশে ছিল ও আগামীতে থাকবে। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, পুলিশ সুপার কেএম আরিফুল হক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানাসহ দলীয় নেতাকর্মীরা। 

টুটুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়